সাম্প্রতিক অনেকেই পয়েন্ট অর্জনের জন্য শর্ট উত্তর দিয়ে যাচ্ছে। এধরনের উত্তর আমাদের কোন কাজে আসে না।
উদাহরণ হিসেবে নিচে ২টা শর্টকাট প্রশ্নের উত্তর তুলে ধরলাম -
১। প্রশ্ন : ফরমালিন বেশী কিসে ব্যবহার হয়?
উত্তর : ফরমালিন বেশি ব্যবহার হয় মাছে। ( এই উত্তরটি দিয়েছেন Siddique )
২। প্রশ্ন : ফুটবল বিশ্বকাপ কত সালে শুরু হয়?
উত্তর : ১৯৩০ সালে। (এই উত্তরটি দিয়েছেন At Munna)
১ নং উত্তর টা ১ লাইনের উত্তর না। এটা কমপক্ষে ৫-১০ লাইনের উত্তর। অতচ, উত্তরদাতা পয়েন্ট আয়ের উদ্দেশ্যে ১ লাইনে উত্তর দিয়েছন। ২ নং উত্তর টাও পয়েন্ট আয়ের উদ্দেশ্য।
২ নং উত্তরটা দেওয়া দরকার ছিল এভাবে - ফুটবল বিশ্বকাপ ১৯৩০ সালে শুরু হয়।
এছাড়াও পয়েন্ট আয়ের উদ্দেশ্যে নিম্নমানের উত্তর দিয়ে যাচ্ছে, যা আমরা উত্তরদাতাদের কাছে আশা করি নি।
এরকম শর্টকাট উত্তর এবং নিম্নমান উত্তর দিলে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে " মিস্টার প্রশ্নগুরু "।
আমাদের সন্তুষ্টমূলক উত্তর না পেলে, " মিস্টার প্রশ্নগুরু " থাকবে কেন!!
" মিস্টার প্রশ্নগুরু " তাদের জন্য যারা পয়েন্ট অর্জনের উদ্দেশ্যে নয়। বরং, মানসম্মত উত্তর দিবে তাদের জন্য।