যেভাবে জিমেইল অ্যাকাউন্ট ডিলেট করবেন -
১. প্রথমে আপনার জিমেইল একাউন্টে লগইন করুন।
২. এবার এই লিংকে ভিজিট করুন - https://myaccount.google.com/preferences?hl=en#deleteservices
৩. Delete your account or services সেকশন থেকে Delete Google Account & Data সিলেক্ট করুন।
৪. আপনার জিমেইলের লগইন অপশন আসবে। সুতরাং নতুন করে লগইন করুন।
নিচের চিত্রের মতো দুইটি অপশনে টিক মার্ক দিয়ে Delete Account বাটনে ক্লিক করুন।
৫. একটি বার্তা পাবেন >> ওকে করলেই জিমেইল একউন্টটি লগ আউট হয়ে যাবে।
ব্যাস কাজের প্রক্রিয়া এখানেই শেষ।
সর্তকঃ মনে রাখবেন,
১। একাউন্ট ডিলেট করা হয়ে গেলে কোনভাবেই লগইন করার চেষ্টা করবেন না। কারন, তাতে পূনরায় একাউন্ট রিস্টোর/রিকভারি হয়ে যাবে।
২। পূনরায় কোন লগইন না করলে ১৫ দিন পর একাউন্ট স্থায়ীভাবে ডিলেট হয়ে যাবে যা পরবর্তীতে কোন ভাবেই রিকভার করা যাবে না।
Md. Mizan প্রশ্ন ডট কম এর প্রতিষ্ঠাতা। মানুষের সমস্যা সমাধানের উদ্দেশ্যেকে লক্ষ্য করেই ২০১৭ সালে প্রশ্ন অ্যানসারস প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি একজন ডিপ্লোমা কম্পিউটার ইন ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত আছেন।