১৯৪৭ সনের ২০ মে কলকাতায় কংগ্রেস নেতা শরৎ চন্দ্র বসুর বাসগৃহে অখন্ড বাংলার পক্ষে এক সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় আলোচনার মাধ্যমে স্বাধীন সার্বভৌম অখন্ড বাংলা রাষ্ট্রের পক্ষে এক চুক্তি স্বাক্ষরিত হয় । মুসলিম লীগের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন আবুল হাসিম এবং কংগ্রেসের পক্ষে শরৎ চন্দ্র বসু। ভারতের ইতিহাসে ইহাই “ বসু – সোহরাওয়ার্দী ” চুক্তি নামে পরিচিত ।