নিউটনের সূত্রানুযায়ী প্রতিটি ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া আছে । অন্ধকার না থাকলে যেমন আলোর আলাদা করে কদর থাকতো না । খারাপ না থাকলে যেমন ভালোর কদর থাকতো না । তেমনি যদি দুনিয়ায় শুধুই সুখ থাকতো , তবে সে সুখ মূল্যহীন হয়ে যেতো । কষ্ট আছে বলেই মানুষ সবসময় সুখ লাভের চেষ্টা করে । এই চেষ্টার কারণেই মানুষের জীবন একঘেঁয়ে হয়ে যায়না । তাই কষ্ট আছে বলেই পৃথিবীটা এত সুন্দর ।