একটা কথা আছে - নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হও আর অন্যের কাছে ভালো হতে চাইলে নিস্বার্থহীন হও।
তাই ভালো থাকতে গেলে কম বেশি স্বার্থপর হওয়াই লাগবে। আপনার প্রশ্ন হচ্ছে ছেলেরাই কেন এতো স্বার্থ পর হয়?
কেউ হয় পরিবেশ পরিস্থিতির অবজ্ঞায় পরে সিদ্ধান্ত হিনতায় ভুগে।
কেউ হয় ভালো থাকার জন্য আবার অনেকে প্রেমে ব্যর্থ হয়েও চরম স্বার্থপর হয়ে উঠে।