Proshn Answers এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলো সহজে খুজে পেতে বা সেভ করে রাখতে স্টার (★)চিহ্নটি ব্যবহার করতে হবে। এখানে স্টার(★) চিহ্ন দ্বারা বুঝানো হয়েছে, উক্ত বা সদস্যেকে আপনার প্রিয় (Favourite) বা প্রশ্নটি সংরক্ষণ করা। যেন পরবর্তিতে যখন ঐ প্রশ্ন বা সদস্যেকে খুঁজে পেতে আপনার জন্য সহজ হয়। ঐ প্রশ্ন বা সদস্যেকে দেখতে চাইলে, আপনি প্রোফাইলের উপরে "আমার প্রিয়" বা "my favorites" অপশনে ক্লিক করে দেখতে পারবেন।
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলো সহজে খুজে যা করবেনঃ
১. প্রথমে যেই প্রশ্ন, ট্যাগ বা সদস্যটি সেভ বা সংরক্ষণ করতে চান সেই প্রশ্ন, ট্যাগ বা সদস্যটি ডান পাশে স্টার(★) চিহ্নটি ক্লিক করুন।
২. প্রশ্ন.কমে আপনার একাউন্ট লগইন অবস্থায় আপনার প্রোফাইল থেকে "my favorites" এ ক্লিক করুন।
ব্যাস... কাজ শেষ। এবার my favorites পেজ থেকে আপনার সংরক্ষণ বা সেভ করা প্রশ্ন, ট্যাগ বা সদস্যটি সহজেই পেয়ে যাবেন।
Md. Mizan প্রশ্ন ডট কম এর প্রতিষ্ঠাতা। মানুষের সমস্যা সমাধানের উদ্দেশ্যেকে লক্ষ্য করেই ২০১৭ সালে প্রশ্ন অ্যানসারস প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি একজন ডিপ্লোমা কম্পিউটার ইন ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত আছেন।