প্রথম তাকবীরে জামায়াতে শরীক হওয়াকে তাকবীরে উলা বলে । তাকবীরে উলা সম্পর্কে হাদিসে এসেছে - রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ﻣﻦ ﺻﻠﻰ ﺃﺭﺑﻌﻴﻦ ﻳﻮﻣﺎ ﻓﻲ ﺟﻤﺎﻋﺔ ﻳﺪﺭﻙ ﺍﻟﺘﻜﺒﻴﺮﺓ ﺍﻷﻭﻟﻰ ﻛﺘﺐ ﻟﻪ ﺑﺮﺍﺀﺗﺎﻥ : ﺑﺮﺍﺀﺓ ﻣﻦ ﺍﻟﻨﺎﺭ، ﻭﺑﺮﺍﺀﺓ ﻣﻦ ﺍﻟﻨﻔﺎﻕ অর্থ→ "কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে চল্লিশ দিন তাকবীরে উলার সাথে জামাআতে নামাজ আদায় করে তবে তার জন্যে দুটি মুক্তির সনদ লিখে দেয়া হয়। একটি হল জাহান্নাম থেকে মুক্তি; অপরটি হল মুনাফিকী থেকে মুক্তি।"
( সুনানে তিরমিযী , হাদিস নং 241, বাইহাক্বী, শু’আবুল ঈমান, হা/2612)
Md. Masud Rana, অত্যন্ত সহজ সরল মনের মানুষ। জীবনে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন রয়েছে। লক্ষ্যে পৌছানোর জন্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। ইচ্ছা রয়েছে ভালো মানুষ হওয়ার। নিজের জ্ঞানকে আরও সমৃদ্ধশালী করতে এবং অর্জিত জ্ঞান দ্বারা অন্যকে সমস্যার সমাধান দেওয়ার লক্ষ্যে আস্ক প্রশ্নকে বেছে নিয়েছেন নিত্য সঙ্গী হিসেবে।