পৃথিবী আপন অক্ষের উপরে দিনে একবার পাক খায়।
পৃথিবীতে বিভিন্ন জায়গায় দিন ও রাত হয় এই আহ্নিক গতির ফলে।
পৃথিবীর যে দিকটা সূর্যের দিকে মুখ করে থাকে সেই দিকটা দিন হয় এবং
যে দিকটা উল্টোদিকে থাকে অর্থাৎ ছায়ায় পড়ে,সেদিকটায় রাত হয়,
তাকেই আহ্নিক গতি বলা হয়।
কামরুল হাসান ফরহাদ, সমন্বয়ক হিসেবে অন্তর্ভুক্ত আছেন আস্ক প্রশ্ন ডট কমের সাথে। নিজের সমস্যার সমাধানের পন্থা নিজেই খুঁজে বের করে সামনের দিকে এগিয়ে যেতে ভালোবাসেন। প্রশ্ন অ্যানসারকে ভালোবেসে নিয়েছেন নিজে জানার ও অপরকে জানানোর জন্য।